১৫ ডিসেম্বর আনুমানিক ১ একটার দিকে দমদমিয়া চেকপোস্টের একটি টহলদল টেকনাফ হতে কক্সবাজারগামী একটি বাস (পালকী) চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত বাসটি তল্লাশীকালীন বাসের হেলপার এর আচরণ সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় উক্ত বাসটিকে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বাসের হেলপারের স্বীকারোক্তিতে উক্ত বাসের পিছনের সীটের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১৯৬ (একশত ছিয়ানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামীর নাম ও ঠিকানা নিম্নরুপঃ
(১) নূরুল আলম (৪৫), পিতা-মৃত মোহাম্মদ হোছন, গ্রাম-কুড়ালপাড়া, পোস্ট-রত্নাপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
২। উল্লেখ্য, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন