শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অশ্বিনের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ প্রদর্শন করেছেন

সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ভারতের অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গাব্বা টেস্ট ড্র হওয়ার পর সাংবাদিক সম্মেলনে একথা তিনি নিজেই জানিয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ার পর রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলনে আসেন ৩৮ বছর বয়সি অশ্বিন। এরপর তিনি ঘোষণা করেন। তবে এই ঘোষণার আগে ড্রেসিংরুমে বিরাট কোহলির সঙ্গে তাকে বেশ খানিকক্ষণ আলোচনা করতে দেখা যায়। আলোচনার পর কোহলি তাকে আলিঙ্গনও করেন। অ্যাডিলেডে আয়োজিত দিবারাত্রির টেস্ট ম্যাচে ভারতের প্রথম একাদশে ছিলেন অশ্বিন।

অবসর ঘোষণা নিয়ে অশ্বিন বলেন, আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি।  আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।”

আইপিএলে অবশ্য খেলতে দেখা যাবে অশ্বিনকে। তিনি বলেন, আমার মনে হয়ে এখনও কিছুটা ক্রিকেট আমার মধ্যে বাকি রয়েছে। সেটা আমি ক্লাব স্তরের ক্রিকেটে দেখাতে চাই।

অবসরের দিনে নিজের কয়েক জন সতীর্থের নাম নিয়েছেন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের জন্য তাদের ধন্যবাদ দিয়েছেন ভারতীয় স্পিনার।

অশ্বিন বলেন, আমরা সকলে মিলে অনেক মজা করেছি। আমার এই ক্যারিয়ারে সঙ্গী হিসাবে বিরাট, রোহিত, রাহানে, পুজারাদের পেয়েছি।  ওরা ব্যাটারের চার দিকে দাঁড়িয়ে আমার বলে ক্যাচ ধরে আমার কাজটা সহজ করে দিয়েছে।

ভারতের হয়ে তিন সংস্করণ বহু অর্জন দেখেছেন অশ্বিন।  বিশেষ করে টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় তিনি ৭ নম্বরে রয়েছেন।  আর টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারী ভারতীয় বোলারদের মধ্যে অনিল কুম্বলের(৬১৯) পর দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন।   অশ্বিন ১০৬ টেস্ট ম্যাচে ৫৩৭ উইকেট শিকার করেছেন।  সাদা পোশাকে অশ্বিনের ২৪.০০ বোলিং গড় ও ইকোনমি রেট ২৪.০০।  এছাড়া ৫৯ রান খরচ করে ৭ উইকেট শিকার তার সেরা বোলিং ফিগার।  এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৩৭ বার। পাশাপাশি ৩৪৭৪ রানও করেছেন তিনি।  রয়েছে ৬টি শতরান ও ১৪টি অর্ধশতরান।  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সর্বাধিক উইকেট তার দখলে।

চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন অশ্বিন।  আর বল হাতে এখনো মুন্সিয়ানা দেখিয়ে যাচ্ছেন।  তাই সিরিজের মাঝপথে হঠাৎ অশ্বিনের অবসর অবাক করেছে সমর্থকদের।  অনায়াসে অন্তত আরো এক-দুই বছর টেস্ট খেলা চালিয়ে যেতে পারতেন।

তবে টি-টোয়েন্টি ও ওয়ানডে  থেকে অনেকদিন আগেই বাদ পড়েছেন অশ্বিন। শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন তিনি ২০২২ সালে আর শেষ ওয়ানডে খেলেন গত বিশ্বকাপের সময়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ