সাভারে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় ছুরিকাঘাতে চার যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রীরা জানান, রেডিও কলোনি এলাকা থেকে সিঅ্যান্ডবি পর্যন্ত চলন্ত একটি বাসে ডাকাতির ঘটনায় ছুরিকাঘাতে আহত হয় চারজন। লুটপাট শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে নেমে যায় ডাকাতরা।
আহত চার জনের মধ্যে শামীম হোসেনের অবস্থা গুরুতর। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালিকাপুর এলাকার মৃত আজগর হোসেনের ছেলে। আশুলিয়ার শ্রীপুর এলাকার বাসিন্দা ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘এ ধরনের একটি খবর জানতে পেরেছি। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে আইন আনুযায়ী ব্যবস্থা গ্ৰহণ করা হবে।’