রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

এক রাতে রাশিয়ার শতাধিক ড্রোন হামলা, ৫২টি ভূপাতিত: কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ০ প্রদর্শন করেছেন

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার রাতে রাশিয়ার ১০৩টি ড্রোন হামলার মধ্যে ৫২টি ভূপাতিত করা হয়েছে।

কিয়েভের সামরিক বাহিনী রোববার এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানিয়েছে।

তাদের দাবি অনুযায়ী, ওই রাতে রাশিয়ার ৪৪টি ড্রোনের ট্র্যাক হারিয়ে গেছে এবং একটি ড্রোন ইউক্রেনের সীমানা পেরিয়ে বেলারুশে প্রবেশ করেছে। বাকি ড্রোনগুলোর ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে, খেরসন, মাইকোলাইভ, চেরনিহিভ, সুমি, ঝিটোমির এবং কিয়েভ অঞ্চলে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এবং অ্যাপার্টমেন্ট ভবনগুলো রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এসব হামলায় ‘প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর নেই’ বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভ অঞ্চলে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ একটি বহুতল ভবনের ছাদের ওপর পড়ে। যার ফলে সেখানে আগুন ধরে যায়। সূত্র: রয়টার্স

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ