বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

এবার চণ্ডীগড়ে বিজেপি-কংগ্রেস হাতাহাতি, নেপথ্যে অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ০ প্রদর্শন করেছেন

ভারতের রাজনীতিতে এতকাল মুখে মুখে লড়াই করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও ভারতীয় জাতীয় কংগ্রেস। কিন্তু এখন সে লড়াই হাতাহাতি পর্যন্ত পৌঁছে গেছে। গত ১৯ ডিসেম্বর ভারতের সংসদ ভবন চত্বরে রীতিমত মারামারিতে লিপ্ত হন দুই দলের সংসদ সদস্যরা। এতে কয়েকজন আহতও হন।

এবার একই কায়দায় চণ্ডীগড় পৌরসভায় বিজেপি এবং কংগ্রেস নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দিল্লি এবং পাঞ্জাবে কংগ্রেসের প্রতিপক্ষ হিসেবে থাকলেও সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক হিসেবে আম আদমি পার্টির নেতারাও এসময় কংগ্রেস নেতাদের সঙ্গ দেন।

গত সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় দাঁড়িয়ে ভারতের সংবিধান রচয়িতা বিআর আম্বেডকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চণ্ডীগড় পৌরসভায় একই দাবি তোলেন কংগ্রেস এবং আম আদমি পার্টির কাউন্সিলররা। বিজেপি কাউন্সিলররা তার বিরোধিতা করেন।

এরপরই হাতাহাতি শুরু। সামাজিক মাধ্যমe ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সিসি ক্যামেরার ফুটেজের দিকে তাকিয়ে কিছু সময়ের জন্য থমকে যাচ্ছেন মারমুখী কাউন্সিলররা। তারপর ফের মারামারি শুরু করছেন।

এদিকে আম্বেডকার নিয়ে অমিত শাহর বিতর্কিত মন্তব্যের জের ধরে তার পদত্যাগ দাবি করে কর্মসূচি ঘোষণা করেছে কংগ্রেস। তারা সপ্তাহব্যাপী ‘আম্বেডকার সম্মান সপ্তাহ’ কর্মসূচি পালন করছে। এর মাধ্যমে কংগ্রেস নেতা-কর্মীরা আম্বেডকারের মাহাত্ম্য তুলে ধরার চেষ্টা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ