সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

নৌপথে মালয়েশিয়াগামী ৬৬জন রোহিঙ্গা উদ্ধার,পাঁচ দালাল গ্রেফতার

শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার)
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ প্রদর্শন করেছেন

কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৬৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।এসময় ৪রাউন্ড রাইফেলের গুলি,একটি রামদা ও একটি কিরিচসহ মানব পাচারে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৯ডিসেম্বর) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া কবরস্থান সংলগ্ন পাহাড়ের উপর আব্দুল আমিনের অস্থায়ী তাবু ঘর থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার ভিকটিমদের মধ্যে রয়েছে ১৮পুরুষ, ১১নারী ও ৩৭শিশু।

তারা সকলে টেকনাফ-উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

গ্রেফতার কৃত মানব পাচারকারী সদস্যরা হলেন,টেকনাফ পৌরসভার শিলবনিয়া পাড়ার আব্দুস শুক্কুরের ছেলে রাশেদ (২৫),বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া এলাকার সুলতান আহাম্মদের ছেলে সালেহ আহাম্মদ (৩৫),একই এলাকার সুলতান আহাম্মদের ছেলে নুরুল কবির (২৭),রশিদ আহাম্মদের ছেলে সৈয়দ আলম (২৪) ও চট্টগ্রাম জেলার গাছুয়া, ইমান আলী চৌকিদার বাড়ী-

বর্তমানে শ্বশুড় বাড়ীরি সাবরাং ইউনিয়নের কোয়াইংছড়ি পাড়ার আবদুল গফুরের ছেলে কামরুল ইসলাম প্রকাশ মোঃ শিপন (৩২)।

এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ওসি গিয়াস উদ্দিন বলেন,রবিবার ভোরে বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া কবরস্থান সংলগ্ন পাহাড়ের উপর সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা আব্দুল আমিনের অস্থায়ী এক তাবু ঘরে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু লোককে জড়ো করেছে ।এমন তথ্যে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক পালিয়ে যায়।পরে তাবু ঘরের ভেতর থেকে১৮জন পুরুষ,১১জন নারী,৩৭শিশু-জনসহ সর্বমোট ৬৬জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়ওই সময়০৪রাউন্ড রাইফেলের গুলি,একটি রামদা ও একটি কিরিচসহ মানব পাচারে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

ভিকটিমদের জিজ্ঞেসাবাদে জানা যায়,আর্থ-সামাজিক অনগ্রসরতা ও পরিবেশগত অসহায়ত্বকে পুঁজি করে উন্নত জীবন-যাপন,অধিক বেতনে চাকুরী ও অবিবাহিত নারীদেরকে বিবাহের মিথ্যা প্রলোভন দেখাইয়া প্রতারণা পূর্বক ছল-চাতুরীর আশ্রয় নিয়া যৌন নিপীড়ন, প্রতারণামূলক বিবাহ ও জবরদস্তিমূলক শ্রমসেবা আদায় এর অভিপ্রায়ে ১০/১৫ দিন যাবৎ ধাপে ধাপে আসামীরা পরস্পর যোগসাজশে ভিকটিমদের ঘটনাস্থলে এনে  মালয়েশিয়া পাচারের জন্য জোরপূর্বক গ্রেফতার রাখে।তিনি আরও বলেন,গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ