সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে আদ্রা ইন্ডাস্ট্রিয়াল সিটির কাছে দেশটির এক অস্ত্র ভাণ্ডারে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক লোকজন বলে প্রতিবেদনে বলা হয়েছে। খবর সিনহুয়া ও আরব নিউজের।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং স্থানীয় মিডিয়ার বরাতে বলা হয়েছে, ঘটনাস্থলে এখনো তল্লাশি ও উদ্ধার অভিযানকারী দল অবস্থান করছে। তারা নিহতদের লাশ ও ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ধ্বংসাবশেষ উড়ে বাশার আল-আসাদ সরকারের অনেক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক রিপোর্টে বিস্ফোরণে দুইজনের নিহতের খবর দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে নিহতের সংখ্যা বেড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে অনেক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদ শাসনের সামরিক শক্তি ধ্বংসের অভিযানস্বরূপ ইসরায়েলি বাহিনী এসব হামলা চালাচ্ছে।
চলতি মাসের গত ৮ ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠীর ঝড়ো আক্রমণের মুখে বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। এরপর থেকে সিরিয়ার সামরিক স্থাপনায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
এ ছাড়া ইসরায়েলি বাহিনী সিরিয়ার ভূখণ্ড দখল করাও শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।