শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

আসামি ছিনিয়ে নিতে নরসিংদীতে থানায় হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৭ প্রদর্শন করেছেন

আসামি ছিনিয়ে নিতে নরসিংদীর মাধবদী থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৩১ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি তেল বোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। তেল বোঝাই ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়ে। এ ঘটনার জের ধরে গত রোববার মাধবদী থানায় অভিযোগ দায়ের করে তেল মালিক। এরই ভিত্তিতে মাধবদী টাটাপাড়া ৬নং ওয়ার্ডের পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানভীর হোসেনসহ ৪ জনকে আটক করে মাধবদী থানা পুলিশ। এই জের ধরে সাবেক কমিশনার দেলোয়ার হোসেন ও তার ছেলে তানভীর হোসেনের সমর্থকরা মাধবদী থানায় হামলা চালায়।

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘আসামি ছিনিয়ে নেওয়ার জন্য কিছু দুষ্কৃতিকারী থানার গেইটে হামলা করেছিল। আমরা এলার্ট ছিলাম, তারা ভেতরে ঢুকতে পারেনি।’

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ সাংবাদিকদের বলেন, থানায় হামলার দুটি কারণ হতে পারে। এর একটি হলো আমাদের মাধবদী থানা পুলিশ ডাকাতি মামলার একটা ঘটনায় মাধবদী ও নরসিংদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেপ্তার করে। এ চারজনকে ছিনিয়ে নিতে এ হামলা হতে পারে। অথবা, রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, এটি নিয়ে যেতেও হামলা হতে পারে। যারা হামলা চালিয়েছে তারা স্থানীয়ই। তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা বলা যাচ্ছে না। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ