বিপিএলের উদ্বোধনী দিনের দেখা গিয়েছিল হাই স্কোরিং ম্যাচ। সেই ধারাবাহিকতা বজায় থাকলো দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেও। চট্টগ্রাম কিংসের বোলারদের বেধড়ক পিটিয়েছেন খুলনা টাইগার্সের দুই ব্যাটার উইলিয়াম বোসিস্টো এবং মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের ব্যাটে ভর করে ২০৩ রানের বিশাল সংগ্রহ পেয়েছে খুলনা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান চিটাগাংয়ের অধিনায়ক মোহাম্মদ মিথুন। ব্যাট করতে নেমে ভালো শুরুর পর দলীয় ৩৭ রানে ১৭ বলে ২৬ রান করে ফিরে যান ওপেনার নাইম শেখ।
এরপর ক্রিজে আসা অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন বোসিস্টো। ৫১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দ্রুতই তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে খুলনা।
মিরাজ ১৮, ইব্রাহিম জাদরান ৬ ও আফিফ হোসেন ৮ রান করেন। এরই মাঝে ফিফটি তুলে নেন বোসিস্টো। আর ক্রিজে এসে মারমুখী ব্যাটিং করতে থাকেন মাহিদুল অঙ্কন।
ঝড়ো ব্যাটিংয়ে ১৮ বলে ফিফটি তুলে নেন অঙ্কন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে খুলনা। বোসিস্টো ৫০ বলে ৭৫ ও অঙ্কন ২২ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। চিটাগাংয়ের পক্ষে আলিস ইসলাম ও খালেদ আহমেদ নেন ২টি করে উইকেট।