শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

অনুপ্রবেশ ঠেকাতে দিল্লিতে ফের চালু ‘বাংলাদেশ সেল’

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ প্রদর্শন করেছেন

ভারতের রাজধানী দিল্লিতে অবৈধ বাংলাদেশি খুঁজে বের করতে জোর তৎপরতা শুরু হয়েছে। গত কয়েকদিনে ১৫ জনের বেশি বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তবে অনুপ্রবেশকারী খোঁজার অভিযান আরও জোরদার করতে দুই দশক আগে দিল্লি চালু করা ‘বাংলাদেশ সেল’ ফের চালু করা হল। সেই সময় গঠন করা হয়েছিল ‘বাংলাদেশ সেল’। যেসব পুলিশ কর্মীরা বাংলা বলতে পারতেন, তাদের নিয়ে গঠন করা হয়েছিল সেই সেল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে এই সব পুলিশকর্মীদের অনুপ্রবেশকারীদের বিষয়ে খবর সংগ্রহ করতে হত। সেই ‘বাংলাদেশ সেল’ পুনরায় চালু করেছে দিল্লি পুলিশ।

সম্প্রতি ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে বলে গোয়েন্দারা মনে করছেন। দিল্লি পুলিশ অবশ্য রাজ্য সরকারের অধীনে নয়। এটি নিয়ন্ত্রণ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, দিল্লির এক একটি জেলায় ৫ থেকে ১০ জনকে নিয়ে এই সেল গঠন করা হয়েছে। এক একটি দলে নেতৃত্বে আছেন একজন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর। আসামের বাঙালি অফিসারদেরও সাহায্য নেওয়া হচ্ছে এজন্য। ‘বাংলা ভাষায়’ কথা বলা ব্যক্তিদের চিহ্নিত করে বাংলাদেশিদের ধরার চেষ্টা করছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রে বলা হয়েছে, ২০২৪ সালে প্রায় ৫০ জন বাংলাদেশিকে ডিপোর্ট করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে তারা। আবার বাংলাদেশিদের এই দেশে অনুপ্রবেশে সাহায্য করা চক্রের ১১ জনও ধরা পড়েছে দিল্লিতে।

এদিকে, কিছুদিন আগেই দিল্লির স্কুলগুলোতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের চিহ্নিত করতে নির্দেশিকা জারি করেছে দিল্লি পুর নিগম। এদিকে কোনো অনুপ্রবেশকারীকে যাতে জন্মগ্রহণ সংক্রান্ত প্রশংসাপত্র না দেওয়া হয়, সেজন্য নির্দেশিকা জারি করেছে পুর নিগম। প্রতিবছরই ভারতে বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে শত শত বাংলাদেশি ভারতে আসেন অতিরিক্ত রোজগারের আশায়। আবার পাচার হয়েও আসেন অনেকে। এরা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েন।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনুপ্রবেশ বাড়ছে। সীমান্তে প্রতিদিনই ধরা পড়ছে অনুপ্রবেশকারীরা। ফলে বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের ধরতে অভিযান শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ জুড়েও শুরু হয়েছে অভিযান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ