রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

থার্টি ফার্স্ট নাইটে তাহাজ্জুদ নামাজরত বাংলাদেশিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

নববর্ষের মধ্যরাতে তাহাজ্জুদ নামাজরত অবস্থায় মুখে টেপ মুড়িয়ে, হাত-পা বেঁধে জখম করে সুমন নামে এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ওলমারানস্টাড শহরে মাকুয়াসি এলাকায়।

 

বুধবার সুমনের দোকান সারাদিন বন্ধ দেখে সন্ধ্যায় স্থানীয় বাংলাদেশিরা পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় সুমনের মুখে টেপ মুড়ানো, হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

 

 

নিহত সুমন লক্ষ্মীপুর জেলার দালাল বাজারের পূর্ব নন্দনপুর গ্রামের বাসিন্দা। তার অস্থায়ী ঠিকানা ঢাকার গুলশান বনানীর ১১নং রোডের ব্লক-ডি, ২৪নং বাসা।

 

সিসিটিভি ফুটেজ চেক করে সেখানকার প্রবীণ প্রবাসী কমিউনিটি নেতা সুমন আহমেদ জানান, ৩১ ডিসেম্বর রাত ২টার দিকে স্থানীয় কয়েক যুবক পেছনের টিন কেটে দোকানে ঢোকে। এ সময় সুমন তাহাজ্জুদ নামাজে ছিলেন। তার মুখে টেপ মুড়িয়ে, হাত-পা বেঁধে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে সুমনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ