বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট তথা মেলবোর্নে টেস্ট শেষ হলেও এ নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। যশস্বী জয়সওয়ালের এক আউট নিয়ে পক্ষে বিপক্ষে হচ্ছে নানা আলোচনা। যেখানে তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম ও দেশটির অনেক সমর্থকরা।
মেলবোর্নে ভারতের ১৮৪ রানের হারের ম্যাচে ৮৪ রানে বিতর্কিত এক আউটের শিকার হন জয়সওয়াল। কামিন্সের বল মারতে গিয়ে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েন তিনি। অনফিল্ড আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন কামিন্স। পরে রিপ্লেতে স্নিকো মিটারে পরিবর্তন না এলেও তাকে আউটের সিদ্ধান্ত জানান তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা। যা নিয়েই এখন হচ্ছে তুমুল বিতর্ক।
স্নিকো মূলত শব্দকেন্দ্রিক ফল দেয়। বল যতটা জোরে বা তীব্রতার সঙ্গে ব্যাট বা প্যাড স্পর্শ করে, তরঙ্গ চিহ্ন ততটাই স্পষ্ট ফুটে ওঠে। হটস্পটে ফুটে ওঠে বল ব্যাট বা প্যাডের ঠিক কোন জায়গায় কতটুকু স্পর্শ করেছে। তবে এক্ষেত্রে স্নিকো আসেনি। এমনটির হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন স্নিকো প্রযুক্তির উদ্ভাবক ব্রেনান। কোড স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন বিতর্কিত এই আউট নিয়ে।
সেখানে তিনি বলেছেন, স্নিকো হালকা স্পর্শ বা আলতো আঘাতের বিষয়টি সব সময় ধরতে পারে না, ‘(জয়সওয়ালের) এই শটটাও তেমনই একটা শট, যেটায় কোনো শব্দ হয়নি। স্নিকোও তা–ই কোনো শব্দ (তরঙ্গ চিহ্ন) দেখায়নি। আমি অডিও পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনিও বলেছেন কোনো শব্দ হয়নি। সম্ভবত হট স্পটই এ ক্ষেত্রে সমাধান দিতে পারত।’
উল্লেখ্য, হট-স্পট নিয়ে একাধিক বিতর্কের পর ২০১৩ সালের অ্যাশেজ পরবর্তী সময়ে আর কখনই দেখা যায়নি এই প্রযুক্তি। স্নিকোতেই তাই ভরসা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু জয়সওয়ালের আউটে প্রযুক্তির তোয়াক্কা না করেই চোখের দেখায় বলের দিক পরিবর্তন অনুযায়ী জয়সওয়ালকে আউট দেন আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত।