সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

আবাসিক হোটেল থেকে নারীসহ ৯ জন আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারীসহ ৯ জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আরএমপির গণমাধ্যম শাখা সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার দিনগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম লক্ষীপুর এলাকার বনলতা আবাসিক নামের একটি হোটেলে অভিযান পরিচালনা করেন।

এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারীসহ ৯ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজুর পর শনিবার সকালে আদালতে চালান করা হয়।

রাজশাহী মেট্টোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে আরএমপির উদ্যোগে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ