সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

সোমেশ্বরী থেকে ট্রলার বোঝাই ভারতীয় চিনির চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা একটি চিনির চালান জব্দ করেছে সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার সীমান্তনদী সোমেশ্বরীর থেকে ওই চিনির চালানটি জব্দ করা হয়।

জব্দ তালিকা প্রণয়ন ও মামলা দায়েরের পর আজ শনিবার সকালে থানার ওসি মোহাম্মদ সজীব রহমান এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন।

ওসি সবীজ জানান, থানা পুলিশের টিম সীমান্ত নদী সোমেশ্বরীর নৌপথে শুক্রবার বিকালে সন্দেহভাজন ইঞ্জিন চালিত (স্টিল বডি) একটি ট্রলারে তল্লাশী করে। এসময় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৩৯৫০ কেজি (৭৯ বস্তা) চিনি ও পরিবহণ কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করে। জব্দকৃত ট্রলার ও চিনির মুল্য প্রায় ১০ লাখ টাকা।

শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা চোরকারবারিদের পলাতক আসামি দেখিয়ে সংশ্লিষ্ট ধারায় মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ