বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে চারতলা বাড়ি দখলে নিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে পিরোজপুর ইউপির ৯নং ওয়ার্ড এলাকায় একটি চারতলা বিল্ডিং (বাড়ি) জোরপূর্বক দখলে করে নেওয়ার অভিযোগ করা হয়েছে। এ সময় বাড়ির লোকজনকে মারধর করে টেনে হিঁচড়ে বাইরে বের করা দেওয়া হয়।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকারে পাচ্ছেন না তারা। রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী হাজী মমতাজ বেগম। এ সময় তার স্বামী তমিজ উদ্দিন, ছেলে মাহবুব হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মমতাজ বেগম বলেন, ২০০১ সালে তিনি তার জমিতে ৪তলা বিল্ডিং করে বসবাস করছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও তার ছেলে যুবদল নেতা খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে জুয়েল, রিপন, আলী নূর, খোরশেদ ও বাবুসহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জন সন্ত্রাসী প্রথমে মমতাজ বেগমের ভাড়া বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। পরে ৬ আগস্ট ৪ তলা বিল্ডিংয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর লুটপাট চালায় এবং মমতাজ বেগমসহ পরিবারের লোকজনদের মারধর করে টেনে হিঁচড়ে বের করে দিয়ে বিল্ডিং বাড়ি দখল করে নেয়।

তিনি অভিযোগ করেন, দখলকারীরা বাড়ির আম, জাম, কাঁঠাল ও কাঠ গাছসহ প্রায় ৬০ থেকে ৭০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। এখানেই শেষ নয়, বাড়ির মেইন গেইট সংলগ্ন ভাড়া প্রদানকৃত ৩টি দোকান ভাংচুর করে উচ্ছেদ করে ৭ থেকে ৮ ফুট উঁচু দেয়াল নির্মাণ করে দেয় এবং বাড়ির মেইন গেইটটি ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দিয়ে বিল্ডিংয়ের ভিতরের কেচিগেটসহ সকল রুমে তালা লাগিয়ে দেয়। এ ঘটনার পর প্রতিকার চেয়ে ১১ আগস্ট সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১৮ আগস্ট সোনারগাঁও থানায় এবং ২৩ সেপ্টেম্বর সোনারগাঁয়ে সেনাবাহিনীর ক্যাম্প বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা।

মমতাজ বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, এখন আমাদের বসবাসের কোনো জায়গা নেই। পরিবার নিয়ে বাইরে অবস্থান করতে হচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষপ কামনা করছি যাতে আমি তদন্তপূর্বক আমার বাড়ি ফিরে পাই। এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি কারো বাড়ি দখল করিনি। কারো বাড়ি আবার দখল করা যায় নাকি? বরং তারা আওয়ামী লীগের আমলে আমার খরিদ করা জায়গা দখল করে রেখেছিল। আমার জমির বৈধ কাগজপত্র ডিসির কাছে, পুলিশ সুপারের কাছে ও আর্মিসহ সকল জায়গায় দেওয়া আছে। এ জমির আমি বৈধ মালিক। আমার জায়গা জোরপূর্বক দখল করে আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিল্ডিং করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ