শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

বরিশালের লঞ্চ ‘ফুটো’ করে যা বললেন সোহান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

এবারের বিপিএলের অন্যতম দুই শক্তিশালী দল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। মাঠে যেমন প্রতিদ্বন্দ্বী মাঠের বাইরেও এই দুই দলের রয়েছে বিশাল ফ্যানবেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যকে খোঁচা দিতেও ছাড়ে না ফ্র্যাঞ্চাইজি দুটি। এবারও মাঠের লড়াইয়েও দেখা গেল তেমনটি।

ফরচুন বরিশালের জন্য ম্যাচটি প্রতিশোধের হলেও সেটি হতে দেয়নি রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। শেষ ওভারে ৩০ রান নিয়ে রংপুরকে জিতিয়েছেন এই ব্যাটার। ফুটো করে দিয়েছেন বরিশালের লঞ্চকে। ব্যাট হাতে ঝড় তুলে বরিশালের নিশ্চিত জয় কেড়ে নিয়ে সোহান শোনালেন বীরত্ব গাথা।

বরিশালের ১৯৭ রানের লক্ষ্যে ম্যাচ জিততে শেষ ওভারে ২৬ রান করতে হতো রংপুরকে। কাইল মায়ার্সের করা শেষ ওভারে ৩ ছক্কা ও ৩ চারে কঠিন সেই সমীকরণই মিলিয়ে ফেলেছেন সোহান। যা বিপিএলে শেষ ওভারে রান তাড়া করে জয়ের রেকর্ড। এমন দুর্দান্ত ইনিংসের পর সোহান জানিয়েছেন, বিশ্বাস ছিল তার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক বলেন, ‘আগের ওভারে যখন নেমেছিলাম খুশদিল দুটা ছক্কা মেরেছিল, সে বলেছিল এই ম্যাচ জেতা সম্ভব। রাব্বি যখন এলো শেষ ওভারে ২৬ রান লাগবে, রাব্বি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তখন রাব্বি ভাই বলেছিল তুমিই খেলো ছয়টা বল তুমি যদি.. আমার কাছে মনে হয় ইনশাআল্লাহ ভালো শেপে থাকলে মারতে পারলে হয়ে যাবে।’

সোহান আরও বলেন, ‘তখনই আসলে জিনিসটা আমাদের কমিউনিকেশনের মাধ্যমে হয়েছে। তারপর দেখেন প্রথম বলে ছক্কা হয়েছে, তখন আস্তে আস্তে গ্রিপটা আরও বেড়েছে যে ইনশাআল্লাহ সম্ভব।’

শেষ ওভার নিয়ে রংপুর অধিনায়ক বলেন, ‘বড় শটের পরিকল্পনা ছিল। অবশ্যই আল্লাহর ওপর বিশ্বাস রেখে যেটা হবে আমি সেটাই চাচ্ছিলাম যে এক-দুই ওরকম কিছু না। যদি আমার জোনে পাই ওভার বাউন্ডারি মারব বা বাউন্ডারি হোক এই অপশনে যাচ্ছিলাম।’

এদিন বিপিএলের রেকর্ড ৪৫৭.১৪ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সোহান। এটিই কি সোহানের সেরা ইনিংস? যার উত্তরে সোহান বলেন, ‘দেখেন আমি যেখানে ব্যাটিং করি সবাই ভুলে যায়, এটা নতুন কিছু নয়। ব্যাট হ্যাঁ, অবশ্যই সবচেয়ে বড় যে জিনিসটা টিমের জন্য অবদান রাখতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। যেহেতু টিমকে জেতাতে পেরেছি তো এটা সেরা ইনিংসের একটি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ