জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা তা জানা যায়নি। খবর এএফপির।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) স্থানীয় সময় রাত নয়টা ১৯ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ১৯ মিনিট) কিউশু অঞ্চলের মিয়াজাকি প্রদেশে ভূমিকম্পের পর এক মিটার (তিন ফুট) পর্যন্ত উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ার সতর্কতা জারি করেছে।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কিউশি অঞ্চলের মিয়াজাকি প্রদেশের উপকূল থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে সুনামির কোনো হুমকি নেই।
জেএমএ তবুও জনগণকে উপকূলীয় অঞ্চল থেকে দূরে অবস্থান করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, সুনামি বারবার আঘাত হানতে পারে। দয়া করে সমুদ্রে ঢুকবেন না বা উপকূলীয় এলাকার কাছাকাছি যাবেন না।
প্রসঙ্গত, ২০২৪ সালের নববর্ষের দিন নোতো উপদ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৪৭০ জন মারা গিয়েছিলেন।