শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

কিরগিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১২১ প্রদর্শন করেছেন

কিরগিস্তানে পড়াশোনার জন্য যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে আর কুরিয়ারের কাজ করতে পারবে না। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম কুরসিভের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী পড়াশোনার জন্য বিশকেকে এসেছে তাদের শুধুমাত্র এতেই মনযোগ দেওয়া উচিত।

দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নুরবেক আবদিয়েভ বলেছেন, রাজধানী বিশকেকে যেসব বাংলাদেশি পড়াশোনার জন্য এসেছে তাদের কুরিয়ার হিসেবে কাজ করা উচিত নয়। আমরা তাদের জরিমানা করেছি, কুরিয়ারের কাজে ব্যবহৃত স্কুটার জব্দ করা হয়েছে। তারা ট্রাফিক আইন ভঙ্গ করেছে। যারা এখানে পড়াশোনার জন্য এসেছে তাদের পড়াশোনায় মনযোগ দেওয়া উচিত।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ কিরগিস্তানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য যান। সেখানকার বিশ্ববিদ্যালয়ের খরচ মেটানোর জন্য অনেকেই বিভিন্ন কাজ করে থাকে।

তবে যেসব প্রবাসী শ্রমিক ভিসা নিয়ে কিরগিস্তানে গিয়েছে তাদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ