২০২৪ বছরটা শেষ হয়ে গেছে। নতুন বছর শুরুও হয়ে গেছে। তবে গেল বছরের ব্যবচ্ছেদ এখনও চলছে। কে কেমন পারফর্ম করলেন, সেসব বিচার চলছেই। সে ধারাবাহিকতায় এবার নাম লেখাল উইজডেন। তাদের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা হয়েছে এবার। সে তালিকায় জায়গা মিলেছে এক বাংলাদেশির। তিনি তাসকিন আহমেদ। তবে এতে কোনো ভারতীয় ক্রিকেটার জায়গা পাননি।
গেল বছরটা দারুণ কেটেছে তাসকিন আহমেদের। সব ফরম্যাট মিলিয়ে তিনি গেল বছর ৬৩টি উইকেট তুলে নিয়েছিলেন। গোটা বিশ্বেই তার চেয়ে বেশি উইকেট গেল বছর নিয়েছেন আর দুইজন।
ওয়ানডে ক্রিকেটে অবশ্য বেশি ম্যাচ খেলেননি তাসকিন। সব মিলিয়ে ৭ ম্যাচ খেলেছেন তিনি। এই কম ম্যাচেও দারুণ ভূমিকা রেখেছেন তিনি। বাংলাদেশ পেস আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন ভালোভাবে। ৭ ম্যাচে তিনি তুলে নিয়েছেন ১৪ উইকেট, গড় ছিল ২৩.৯ আর ইকনমি রেটটাও ছিল ৫.৩, বর্তমান ক্রিকেট বিচারে যাকে বেশ ভালো বলতে হবে।
এই সাত ম্যাচে প্রতিপক্ষের ওপেনারদের উইকেট হোক, কিংবা মাঝের ওভারে জুটি গড়ে উঠলে তা ভাঙা হোক, অথবা শেষ দিকে রানের চাকা আটকে দেওয়ার কাজ, তাসকিন তার সব করেছেন ভালোভাবে। এমন পারফর্ম্যান্সের পর তিনি জায়গা করে নিয়েছেন উইজডেনের বর্ষসেরা দলে।
গেল ১২ মাসে ক্রিকেটের জন্য অদ্ভুতুড়ে এক বছরই কেটেছে। ওয়ানডে ক্রিকেট খেলা হয়েছে খুব অল্প। কোনো দলই খুব বেশি ৫০ ওভারের ম্যাচ খেলেনি। ২০২৩ বিশ্বকাপের পর থেকে সব দল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাটে মনোযোগ দিয়েছে। এরপর তা শেষ হলে সব দল ঝুঁকেছে টেস্ট ক্রিকেটে। যার ফলে বলি হয়েছে ওয়ানডে ক্রিকেটের সংখ্যা।
ভারতও ম্যাচ খেলেছে বেশ কম। মোটে তিনটি। শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজেও খুব ভালো পারফর্ম করেনি টিম ইন্ডিয়া। সিরিজটা হেরেছিল ২-০তে। সে কারণে উইজডেন বর্ষসেরার এই দলে কোনো ভারতীয়রই জায়গা হয়নি।
এই দলে সবচেয়ে বেশি আছেন শ্রীলঙ্কান খেলোয়াড়– ৩ জন। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের ২ জন করে খেলোয়াড় আছেন এই দলে। বাংলাদেশের সবেধন নীলমণি তাসকিনই, সঙ্গে ইংল্যান্ডের এক খেলোয়াড় মিলিয়ে তৈরি হয়েছে এই একাদশ।