মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ হবে, প্রত্যাশা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫১ প্রদর্শন করেছেন

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। সেই সঙ্গে এই চুক্তি গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করবে বলেও আশা ব্যক্ত করেছে দেশটি। খবর আল আরাবিয়ার।

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি বিনিময়ে সম্মত হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরাইলি বাহিনী। কাতারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিটি আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে। হামাস ও ইসরাইলের মধ্যকার এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব।  সেইঙ্গে গাজায় ইসরাইল আগ্রাসন বন্ধেরও আহ্বান জানিয়েছে আরব দেশটি।

এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘সরকার  চুক্তি মেনে চলা ও গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে।’

বিবৃতিতে গাজা উপত্যকা এবং অন্যান্য ফিলিস্তিনি ও আরব অঞ্চল থেকে দখলদার ইসরাইলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুতদের তাদের এলাকায় ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

গত বছরের নভেম্বরে আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার একটি যৌথ শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল সৌদি আরব। সেখানে ইসরাইলকে গাজায় ‘গণহত্যার’ দায়ে অভিযুক্ত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ