নকশাবহির্ভূত অবৈধভাবে গড়ে তোলা বহুতল ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রাজধানীর দনিয়া মৌজার পলাশপুর, শনির আখড়া ও কদমতলী এলাকায় নকশাবহির্ভূত ও নিয়মনীতি অমান্য করে ভবন নির্মাণ করায় কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক। এ সময় কয়েকটি ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙ্গে অপসারণ করাসহ ৬ (ছয়) লাখ টাকা জরিমানা করা হয়।
রবিবার (১৯ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার ও (জোন – ৭/১) এর, শেখ মোহাম্মদ এহসানুল ইমামের এর যৌথ পরিচালনায় মোবাইল কোর্টের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান করা হয়।
অভিযানে মোট ছয় টি ভবন পরিদর্শন করে যানা যায় তিন টি ভবনের নকশা বহির্ভূত ও যাতায়াতের রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন ভবন মালিকরা। নকশা বিহীন তিন টি নির্মাণাধীন ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয় এবং ভবন মালিক নিজ দায়িত্বে নকসা বহির্ভূত অবৈধ অংশ ভেঙ্গে দিবেন এই শর্তে অঙ্গীকারনামা নেওয়া হয়। উল্লেখ্য ছয় টি ভবনের মধ্যে দুই টি ভবনের মালিক কে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয় ।
অভিযান শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৭/১) দনিয়া মৌজার পলাশপুর, শনির আখড়া ও কদমতলী এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক ভেঙ্গে অপসারণ করা হয়, ভবন মালিকদের সতর্ক করে দেওয়া হয় যাতে তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করে। কয়েকটি ভবনের সম্মুখ অংশ ভেঙে অপসারণ করাসহ ৬ (ছয়) লাখ টাকা জরিমানা করা হয়। নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনের অবৈধ বর্ধিতাংশ নিজ দায়িত্বে ভেঙ্গে ফেলবেন এই মর্মে নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়েছে। রাজউকের নকশা বহির্ভূত বিল্ডিং নির্মান করতে না পারে তার জন্য রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।
উচ্ছেদ অভিযান পরিচালনা কালে স্থানীয় জনসাধারণ জানান, রাজউকের অনুমোদন নিয়ে অবৈধভাবে গড়ে তোলা নকশা বহির্ভূত ভবনে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবে না। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করার সাহস করবে না।
এসময় রাজউক (জোন – ৭/১) এর সহকারী অথরাইজড অফিসার আব্দুর রাজ্জাক তোহা,উক্ত এলাকার ইমারত পরিদর্শক মোঃ মাসুদ রানা, ইমারত পরিদর্শক মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইমারত পরিদর্শক মোঃ জয়নাল আবেদীন মোঃ ফয়সাল সহ রাজউক এর অন্যান্য কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।