সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

‘নেইমারের সম্পর্কে অনেক কিছুই বলতে পারি’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৭ প্রদর্শন করেছেন

ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিতে ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। এই তিন মহাতারকাকে পিএসজি একত্র করেছিল, যেন নিজেদের প্রতিভার দ্যুতিতে তারা ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেন। কিন্তু সে মিশনে তারা সফল হননি, উল্টো সে ক্লাবে থাকাকালীন তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন তৈরি হয়েছে।

বিশেষ করে পুরোনো বন্ধু মেসি এবং নেইমারের সঙ্গে তরুণ তুর্কি এমবাপ্পের সম্পর্কের রসায়ন ঠিক জমেনি। এতদিন উড়ো বাতাসে এমন খবর মিললেও সম্প্রতি কিংবদন্তি রোমারিও’র পডকাস্টে গিয়ে এর সত্যতা নিশ্চিত করেছেন নেইমার।

২০২১ সালে মেসি পিএসজিতে আসার আগ পর্যন্ত এমবাপ্পের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক ছিল বলে জানান নেইমার। কিন্তু মেসি আসতেই এমবাপ্পের আচরণে পরিবর্তন দেখতে পান, এমনকি আর্জেন্টাইন মহাতারকাকে এমবাপ্পে ঈর্ষা করত–এমন মন্তব্য করতেও দ্বিধা করেননি তিনি।

এবার নেইমারের সে মন্তব্যের জবাব দিয়েছেন এমবাপ্পে। টিএনটি স্পোর্টস ব্রাজিলের সঙ্গে আলাপচারিতায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা বলেছেন, ‘সত্যি বলতে, আসলে কিছুই বলার নেই। নেইমারের প্রতি আমার সম্মানবোধ অনেক। তাকে নিয়ে অনেক কিছুই বলতে পারি, কিন্তু ইতিহাসে অনন্য এক খেলোয়াড়ের সঙ্গে প্যারিসে যে সময়গুলো কাটিয়েছি, সেসব নিয়ে আমি শুধু ইতিবাচক বিষয়গুলো মনে রাখতে চাই।’

মেসি অবশ্য এই ইস্যুতে এখনো কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, মেসি ও নেইমার ২০২৩ সালে পিএসজি ছেড়ে যথাক্রমে মার্কিন ক্লাব ইন্টার মায়ামি ও সৌদি ক্লাব আল হিলালে পাড়ি জমিয়েছেন। আর গতবছর ফরাসি চ্যাম্পিয়নদের ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন এমবাপ্পে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ