মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় নির্মাণ প্রকল্পে দাঙ্গা, রিমান্ডে ১৫ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ প্রদর্শন করেছেন

মালয়েশিয়ায় একটি নির্মাণ প্রকল্পে দাঙ্গার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ বাংলাদেশিকে ৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন দেশটির স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালত।

মালয়েশিয়া সংবাদমাধ্যম কসমোর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দণ্ডবিধির ধারা ১৪৮ ভঙ্গের কারণে ২০ থেকে ৫০ বছর বয়সি ১৫ বাংলাদেশিকে ৪ দিনের রিমান্ড আদেশ দেন পুলাউ ম্যাজিস্ট্রেট আদালত।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে একজন স্থানীয় সুপারভাইজার ও একজন বাংলাদেশির মধ্যে মতবিরোধ ঘটে।  দুজনের মধ্যে তর্কাতর্কির বিষয়টি একপর্যায়ে জটিল হয়ে উঠে এবং নির্মাণ সাইটে কাজ করা একদল বাংলাদেশি শ্রমিক এতে জড়িয়ে পড়লে তা দাঙ্গায় রূপ নেয়।

এ ঘটনায় একজন স্থানীয় পুরুষের মাথায় আঘাত লাগে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এ ঘটনার আরও তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় জেলা পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ