সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

জয়রথে চাপা রংপুরের শক্ত পরীক্ষা নেবে রাজশাহী

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৯ প্রদর্শন করেছেন

পয়েন্ট টেবিলের ছয় আর একের মাঝে লড়াই। ম্যাচেও ব্যবধানের সেই ছাপ। জয়রথে ছোটা রংপুর রাইডার্সের বিপক্ষে কোনোমতে দেড়শ পেরোতে পারে দুর্বার রাজশাহী। তবে তাসকিন আহমেদদের বিপক্ষে ভালোই বেগ পেতে হবে নুরুল হাসান সোহান ব্রিগেডকে।

ঢাকার পর সিলেট হয়ে এখন চট্টগ্রাম— সবখানেই জিতে চলেছে রংপুর। বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচের সবকটিতে জিতেছে। প্লে অফও নিশ্চিত করে বসেছে। অন্যদিকে টেবিলের ৬ নম্বরে থাকা রাজশাহীর শেষ চারের আশা বাঁচানোর লড়াই। আজ ৯ উইকেট হারিয়ে তারা তুলেছে ১৭০ রান। টানা নবম জয় পেতে তাসকিনদের বিপক্ষে ওভারপ্রতি নয়ের কাছাকাছি রান আনতে হবে রাইডার্সদের।

মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী ভালো শুরু পায়নি। সেই ২৪ রানের জুটি ভাঙেন রাকিবুল হাসান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় এনামুল-তাসকিনরা। সাব্বির হোসেনের শুরুর দিকের তাণ্ডব ফুরানোর পর ইয়াসির আলী দেখান ছয় ছ্ক্কার ইনিংস। ৩২ বলে ৬ ছক্কা ও ২ চারে ইয়াসির আনেন ৬০ রান।

৩১ বলে ৩৪ করেন এনামুল হক। শুরুর দিকে ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাব্বির। বাকি সবাই ধুঁকেছেন। ইয়াসির-সাব্বির-এনামুল রাজশাহীকে দেড়শ রান পার করিয়ে দেওয়ার পরও বেশিদূর যেতে পারেনি। ৯ উইকেট হারিয়ে ১৭০ রান জমা করে দলটি।

রংপুরের হয়ে তিনটি করে উইকেট নেন খুশদিল শাহ ও আকিভ জাভেদ। একটি করে শিকার রাকিবুল ও নাহিদ রানার। টানা নবম জয় পেতে নুরুল হকের রাইডার্সের প্রয়োজন ১৭১ রান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ