মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মৌলভী জোকা গ্রামের বাসিন্দা
বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী(৮০) বিশ্বাস মৃত্যুবরণ করেছেন।মৃত্যুকালে তিনি ৩ কন্যা, ৩পুত্র ও নাতি নাতনি সহ অসংখ্য গুণীজন রেখে গেছেন।
এলাকাবাসীরা জানান, ২৫ জানুয়ারি রাত ১২টা ১০ মিনিটে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
উপজেলার মৌলভী জোকা গ্রামের ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো।
এ সময় উপস্থিত ছিলেন,মহম্মদপুর থানার (ওসি) তদন্ত মুন্সী রাসেল হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও ঐতিহ্যবাহী আমিনুর রহমান কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা তিলাম হোসেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,অন্যান্য বীর মুক্তিযোদ্ধা স্থানীয় ব্যক্তিবর্গ।শনিবার দুপুরে মৌলভী জোকা ঈদগাহ ময়দানে উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। সবশেষে মরহুমের জানাজার নামাজ মৌলভী জোকা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযার শেষে ইন্দ্রপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।