সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

বিশ্বরেকর্ড তিলকের, পেছনে ফেললেন যাদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২২ প্রদর্শন করেছেন

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের জয়ের নায়ক তিলক ভার্মা। ১৬৬ রান তাড়া করতে নেমে ৫৫ বলে ৭২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিলক। আর পথে গড়েন টি-টোয়েন্টিতে টানা অপরাজিত থেকে সবচেয়ে বেশি রান করার রেকর্ড। পেছনে ফেলেছেন বেশ কয়েকজন তারকা ব্যাটারকে।

চেন্নাইয়ে এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা অপরাজিত থেকে ৩১৮ রান করেছেন তিলক। সবশেষ চার টি-টোয়েন্টিতে তিলকের ইনিংসগুলো হলো-১০৭*, ১২০*, ১৯* ও ৭২*।

এর আগে টানা অপরাজিত থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করার রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের টপঅর্ডার মার্ক চাপম্যানের। চার ম্যাচ অপরাজিত থেকে তিনি আউট হয়েছিলেন পঞ্চম ম্যাচে। আর তাতে এই কিউই তারকার রান দাঁড়ায় ২৭১ (৬৫*, ১৬*, ৭১*, ১০৪* ও ১৫)।

তার আগে টানা অপরাজিত থেকে ২৪০ রান করে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ভারতের শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস এই রান করতে চার ইনিংস ব্যাট করলেও ফিঞ্চ ব্যাট করেছেন দুই ইনিংস। যেখানে অপরাজিত ৬৮ ও ১৭২ রানের অনবদ্য একটি ইনিংস ছিল।

অন্যদিকে শ্রেয়াসের চারটি ইনিংস ছিল ৫৭*, ৭৪*, ৭৩* ও ৩৬। অন্যদিকে ডেভিড ওয়ার্নার ২৩৯ রান নিয়ে এ তালিকায় অবস্থান করছেন ৫ নম্বরে। তিনি এই রান করতে পঞ্চম ইনিংসে আউট হওয়ার আগে টানা অপরাজিত থেকে করেছেন ১০০*, ৬০*, ৫৭*, ২* ও ২০ রান।

তিলক অবশ্য রেকর্ড গড়ে ফেললেও এখনও অপরাজিত আছেন। সবশেষ ম্যাচেও ৭২ রানে অপরাজিত ছিলেন তিনি। কাজেই তার এই রেকর্ডটি নিশ্চিতভাবেই আরও উঁচুতে উঠতে যাচ্ছে পরের ম্যাচেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ