শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

আরও ৭ ফেডারেশন পেল নতুন কমিটি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৭ প্রদর্শন করেছেন

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সাতটি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে সাঁতার, টেবিল টেনিস, ফেন্সিং, ভারোত্তোলন, কারাতে, ভলিবল ও শরীর গঠন ফেডারেশনের নতুন কমিটি প্রকাশ করা হয়। এর আগে প্রথম ধাপে ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করেছিল এনএসসি।

সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন আবারও সাঁতারে সাধারণ সম্পাদক পদে ফিরেছেন। আগের কমিটির সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরকে অ্যাডহক কমিটিতেও সহ-সভাপতি রাখা হয়েছে। আগের কমিটির সহ-সভাপতি আব্দুল হামিদকে এবার সদস্য, নিবেদিতা দাসকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। ১৯ সদস্যের কমিটিতে সেনা, নৌ,বিমান ও বিকেএসপি থেকে একজন করে প্রতিনিধি থাকবে।

এছাড়া দুই বারের অলিম্পিয়ান ও সাবেক কৃতি সাঁতারু মাহফিজুর রহমান সাগর সদস্য ও আরেক কৃতি সাঁতারু রফিকুল ইসলামকে করা হয়েছে কোষাধ্যক্ষ। নৌবাহিনীর প্রধান হয়েছেন সভাপতি।

টেবিল টেনিসে ১৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সেনা নিয়ন্ত্রণ ক্রীড়া বোর্ড ও বিকেএসপি থেকে একজন টিটি সংক্রান্ত প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। বাকি ১৫ জনের মধ্যে সাবেক খেলোয়াড় ও সংগঠক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

টেবিল টেনিসের অন্যতম সাবেক তারকা  নাসিমুল হাসান কচি হয়েছেন যুগ্ম সম্পাদক।  আগের কমিটিতে সমালোচিত খন্দকার হাসান মুনীর সুমন অ্যাডহক কমিটিতেও সহ-সভাপতি হয়েছেন! মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইঞ্জিনিয়ার এমএইচ জামানকে সভাপতি করা হয়েছে।

ভলিবল ফেডারেশনে গত দুই দশক আধিপত্য ছিল আশিকুর রহমান মিকুর। তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে সাবেক জাতীয় খেলোয়াড় বিমল ঘোষ ভুলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সভাপতি পদে বিজিএমইএ সাবেক সভাপতি জায়ান্ট গ্রুপের ফারুক হাসান মনোনীত হয়েছেন। এই কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন রেডিয়েন্ট গ্রুপের পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী। ভলিবল ফেডারেশনের কমিটি ১৯ সদস্য বিশিষ্ট। সেনা, নৌ, বিমান ও বিজিবি থেকে একজন করে প্রতিনিধি থাকবেন সেখানে। সাবেক খেলোয়াড় শিরিন, ঝিলু, আমিরুল হোসেন আপন, লিঙ্কন সদস্য হিসেবে আছেন।

কারাতে ফেডারেশনও ১৯ সদস্য বিশিষ্ট হয়েছে। বিগত কমিটির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি আগেও সাধারণ সম্পাদক ছিলেন। সভাপতি হিসেবে আছেন এশিয়াটিক কটন মিলের সাহজাদা আলম।

ভারত্তোলন ফেডারেশনের সভাপতি মনোনীত হয়েছেন প্রবীন সংগঠক উইং কমান্ডার (অব.)মহিউদ্দিন আহমেদ। নজরুল ইসলামের পরিবর্তে সাবেক জাতীয় ভারত্তোলক ও প্রশিক্ষক লে.কর্ণেল মো. শহিদুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ভারত্তোলকদের মধ্যে ফিরোজা পারভীন, আজহারুল ইসলাম,রেশমা সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

শরীরগঠন ফেডারেশনের সভাপতি করা হয়েছে অতিরিক্ত আইজিপি ও পিবিআই প্রধান মোস্তফা কামালকে। সাধারণ সম্পাদক হয়েছেন চিকিৎসক ও প্রাক্তন খেলোয়াড় কামরুজ্জামান। ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে বসুনিয়া এম আশিকুল ইসলামকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ