শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

পাকিস্তানে চার নারী মিলে নয় কোটি রুপি চুরি, অতঃপর গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২২ প্রদর্শন করেছেন

লাহোরের মডেল টাউনে একটি বড় বাড়িতে চুরির ঘটনায় জড়িত চার নারীকে গ্রেফতার করেছে পুলিশ। নগদ ছয় কোটি রুপি এবং অতিরিক্ত তিন কোটি রুপি মূল্যের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

লাহোরের পুলিশ প্রধান (সিসিপিও) বিলাল সিদ্দিক কামিয়ানার নির্দেশে ডিআইজি অর্গানাইজড ক্রাইম ইমরান কিশওয়ারের তত্ত্বাবধানে তাদের গ্রেফতার করা হয়।

চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে গয়না, মোবাইল ফোন, বিলাসবহুল ঘড়ি, পারফিউম ও বিদেশি মুদ্রা।

লাহোর, কাসুর ও মুলতানে সমন্বিত অভিযানের সময় সন্দেহভাজন সানা (হুমায়ুনের স্ত্রী), আনাম (নাদের মাসিহের স্ত্রী), শাহনাজ (জাভেদ মাসিহর স্ত্রী) এবং শাইবাকে (হুমায়ুনের মেয়ে) আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গৃহকর্মী হিসেবে কাজ করতেন সানা ও শাহনাজ। তাদের সঙ্গে মিলে চুরির পরিকল্পনা করেছেন আনাম ও শায়বা। তদন্তে আরও জানা গেছে যে, সানার আগে থেকেই অপরাধের রেকর্ড ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ