বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

টেকনাফে শাহপরীর দ্বীপের পূর্বপাড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার ১

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ প্রদর্শন করেছেন

 

কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ এক দুর্বৃত্তকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। তবে গ্রেফতার ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

 

মঙ্গলবার মধ্যরাত ২ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পূর্ব পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

 

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের শাহপরীর দ্বীপ পূর্ব পাড়ায় জনৈক ব্যক্তি সশস্ত্র অবস্থায় অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে- এমন খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

পরে গ্রেফতার ব্যক্তির দেহ তল্লাশি করে ১টি নাইন এমএম বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫টি গুলি পাওয়া যায়। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ