বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

ছাত্র আন্দোলনের গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৯ প্রদর্শন করেছেন

নাটোরের লালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে দেয়ালে আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়ায় এলাকায় নানা আলোচনা সমালোচনা চলছে।

 

বৃহস্পতিবার সকালে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ও লালপুর ডিগ্রি কলেজের দেয়ালে এমন চিত্র দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে কেউ বা কারা এ কাজ করেছে।

 

গ্রাফিতি আঁকার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা জানান, তাদের প্রতিবাদী শিল্পকর্ম নষ্ট করা হয়েছে। তারা বলেন, রাতে অপশক্তিরা আমাদের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লিখে দিয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট স্থগিত করেছেন, এটা আমাদের বিষয় নয়। কিন্তু কেন আমাদের দেয়ালে আঁকা প্রতিবাদের ভাষাকে ধ্বংস করা হলো?

 

শিক্ষার্থীরা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন দেয়ালে প্রতিবাদী চিত্র আঁকা হয়। এসব চিত্রে শেখ হাসিনা ও আওয়ামী বিরোধিতার পাশাপাশি দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরা হয়। তবে আজ সকালে তারা দেখতে পান, তাদের আঁকা গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ লেখা হয়েছে।

 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বলেন, তারা গ্রাফিতির উপর জয় বাংলা না লিখে অন্য কোথাও লিখতে পারতেন। কেন আমাদের চেতনার ওপর আঘাত করছে? যারা এ কাজ করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন না, এটা তারই প্রমাণ।

 

এ ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষার্থী জিহাদ।

 

এদিকে লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে দেয়ালে ‘জয় বাংলা’ লিখেছে। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। এমন কিছু করার চেষ্টা করলে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না।

 

এ বিষয়ে জানতে লালপুর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান রাজুকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ