চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় গ্রেফতার ১১ আসামিকে ২৬ নভেম্বর পুলিশের ওপর হামলার অভিযোগে করা আরেক মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার চট্টগ্রামের মহানগর হাকিম আদালতে ওই ১১ আসামিকে হাজির করা হয়। পরে তাদের পুলিশের কাজে বাধা দান ও হামলার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।
শুনানি শেষে বিচারক আবু বকর সিদ্দিক তা মঞ্জুর করলে আসামিদের আবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় বলে জানান চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
আসামিরা হলেন- প্রেমনন্দন দাশ বুজা (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) এবং দেবী চরণ (৩৬)।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি নগরীর বান্ডেল সেবক কলোনি থেকে গ্রেফতারের পর তাদের আইনজীবী আলিফ হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছিল।
এ মামলায় এর আগে আরও ১০ আসামি গ্রেফতার হয়েছিলেন। তারা হলেন- চন্দন দাস, আমান দাশ, রুমিত দাশ, নয়ন দাশ, গগন দাশ, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য্য, দুলর্ভ দাশ, সুমিত দাশ ও সনু মেথর। সব মিলিয়ে এখন পর্যন্ত আইনজীবী আলিফ হত্যা মামলায় এজাহারে নাম আছে এমন ২১ আসামি গ্রেফতার হয়েছেন।
আলিফ হত্যা মামলায় গ্রেফতার আসামিদের মধ্যে এখন পর্যন্ত আসামি চন্দন দাস, রাজীব ভট্টাচার্য্য ও রিপন দাশ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।