শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

সৌদি আরবে বাংলাদেশির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬ প্রদর্শন করেছেন

সৌদি আরবে মো. হান্নান মিয়া (৪৫) নামে এক বাংলাদেশির আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সৌদি আরবের রিয়াদ শহরের ইশারা ডাইরেক্টর এলাকার একটি পার্কে আত্মহত্যা করেন তিনি।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ছুটিতে দেশে আসা নিহতের ছোট ভাই সৌদি প্রবাসী মান্নান মিয়া।

নিহত হান্নান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর নবীপুর গ্রামের হাজী জয়নাল মিয়ার ছেলে। স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে তার সংসারে।

মন্নান মিয়া বলেন, এক বছর আগে ভাইকে সৌদি নিয়ে যায়। প্রথম দিকে কাজে মনোযোগ থাকলেও বেশ কয়েকদিন যাবত মানসিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। তবে স্থায়ীভাবে দেশে ফিরে আসতে চেয়েছিলেন তিনি। কিন্তু কাগজ পত্রের সমস্যা ও পরিবারের চাপে তাকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ভাইকে কিছু খরচের টাকা দিয়ে এক  সপ্তাহ আগে দেশে আসি। শনিবার  সকালে খবর পাই আত্মহত্যা করেছেন তিনি। কি করবো বুঝতে পারছি না। মরদেহ দেশে আনতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ