বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

ভালোবাসা দিবসে আসছে আগুনের নতুন গান

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ প্রদর্শন করেছেন

গানে এখনো নিয়মিত নব্বই দশকের সুপারহিট গায়ক আগুন। সম্প্রতি প্রকাশ হয়েছে তার কণ্ঠে ‘আমি তোমারে হারালে মরিব’ শিরোনামের একটি গান। এতে তার সহশিল্পী ছিলেন সালমা। গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। প্রকাশের পর গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ দেখা গেছে বেশ।

আগুন জানান, আগামী ভালোবাসা দিবসে তার কণ্ঠে একক আরেকটি নতুন মৌলিক গান প্রকাশ পাবে। এর শিরোনাম ‘এক গ্লাস নীরবতা’। গানটি লিখেছেন ও সুর করেছেন আলী আকতার রুনু।

নতুন দুই গান প্রসঙ্গে আগুন বলেন, ‘সালমা খুব চমৎকার গায়। আমার সঙ্গে দ্বৈত গানটিতে বেশ ভালো গেয়েছে। এটি বেশ মেলোডিয়াস একটি গান। শ্রোতাদের ভালো লাগছে, এটা একটু একটু করে বুঝতে পারছি। সময় গড়ালে এটি আরও শ্রোতাপ্রিয়তা পাবে বলে বিশ্বাস করি।

অন্যদিকে এক গ্লাস নীরবতা গানটিও বেশ ভালো হয়েছে। এটি নিয়ে আমি খুব আশাবাদী।’ এদিকে আজ আগুনের জন্মদিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তার জন্ম হয়। দিনটিতে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। পারিবারিক আবহে দিনটি কাটাবেন বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ