শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

৯২ মামলার ৭৪টিতে সাজাপ্রাপ্ত সহোদর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ প্রদর্শন করেছেন

শেরপুরে অর্থ আত্মসাতের ৮৮ মামলায় ৭০টিতে সাজা ও ১৮টিতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কামরুজ্জামান সুজনের বিরুদ্ধে। তার ভাই কামরুল হাসান শাহীনের ৪ মামলায় গ্রেফতারের আদেশ রয়েছে। রোববার ভোরে রাজধানী ঢাকার উত্তরা থেকে দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

গ্রেফতার সুজন শেরপুরের বাবর অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও তার ভাই পরিচালক শাহীন। তারা শহরের নারায়ণপুর এলাকার প্রয়াত ব্যবসায়ী আবুল হাসেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরে ব্যাংকসহ স্থানীয় ৭ শতাধিক লোকের প্রায় ১০০ কোটি টাকা ঋণ নিয়ে সুজন ও শাহীন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পাওনাদারেরা অর্থ আত্মসাতের অভিযোগে সুজনের নামে ৮৮টি এবং শাহীনের নামে ৪টি মামলা দায়ের করেছেন। এরমধ্যে সুজন ৭০ মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। এছাড়া আরও ১৮ মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অন্যদিকে ৪ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে শাহীনের।

স্থানীয়রা জানায়, প্রয়াত আবুল হাসেমের মালিকানায় শেরপুরে দুটি অটো ব্রিকফিল্ড, ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পোলট্রি ফার্মসহ আরও একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া জেলা হাসপাতালের পাশে তিনতলা বাড়ি রয়েছে। তা সত্ত্বেও তারা পাওনাদারদের টাকা পরিশোধ করছেন না।

এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের সাজা ও গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিয়ে কাজ শুরু করি। প্রায় পাঁচ মাস পর পুলিশের বিশেষ অভিযানে সুজন ও শাহীনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ