রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

হাবিপ্রবি ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ প্রদর্শন করেছেন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার কমিটি গঠন প্রক্রিয়া, নতুন সদস্য সংগ্রহের জন্য ফরম বিতরন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক পলাশ বার্নাড দাস এর সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জাকির উদ্দিন আবির।
প্রধান অতিথি জাকির উদ্দিন আবির বলেন, ৫ আগস্ট খুনি হাসিনার পতনের পর আমরা নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতির নব সূচনা করছি।


আগামীর ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীবান্ধব। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার বিপরীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিচ্ছন্ন, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের রাজনীতি করতে চাই। তারই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে এই ফরম বিতরণ ও কর্মী সম্মেলন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক রাব্বি হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল ইসলাম। কর্মী সম্মেলনের সঞ্চলনা করেন হাবিপ্রবি ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদল কমিটির যুগ্ম-আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ ও দুই শতাধিক নবাগত ছাত্রদলের কর্মীবৃন্দ।
উল্লেখ্য, ছাত্রদলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের দিক নির্দেশনায় মানবিক ছাত্রসমাজ বিনির্মাণে ফরম বিতরণ ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ