বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

অশ্রুসিক্ত নয়নে স্কুল শিক্ষকের রাজকীয় বিদায়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯ প্রদর্শন করেছেন

লক্ষ্মীপুরের রায়পুরে অবসরে যাওয়া এক স্কুল শিক্ষককে রাজকীয় বিদায় জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েছেন ৩৫ বছরের কর্মজীবন শেষ করা স্কুল শিক্ষক ইসমাইল হোসেন পাটোয়ারী।

বুধবার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে উপজেলার বামনী ইউপির কাফিলাতুলি সাগরদি পাবলিক উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয় শিক্ষক ইছমাঈল হোসেন পাটওয়ারীকে।

রায়পুর উপজেলা প্রশাসন, শিক্ষা কর্মকর্তাদের ও গণ্যমাণ্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ফুলে সজ্জিত প্রাইভেটকার দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

কর্মস্থল থেকে এমন রাজকীয় সংবর্ধনা পেয়ে দুই চোখ অশ্রুসিক্ত হয় ইছমাঈল হোসেনের। এর আগে তাকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কমকর্তা তৌহিদুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাঈন উদ্দিন।

প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ইছমাইল হোসেন আমার শিক্ষক ছিলেন। চেষ্টা করেছি তাকে যোগ্য সম্মান দিতে। এর জন্য সবাই আমাকে সহযোগিতা করেছেন।

শিক্ষক ইছমাঈল হোসেন পাটওয়ারী বলেন, ‘১৯৯০ সালে শিক্ষকতা পেশা শুরু করি। একই বিদ্যালয়ে প্রায় ৩৫ বছর এ পেশায় শিক্ষার্থীদের পাঠদান করিয়েছি। কর্মজীবন শেষ। বিদায় বেলায় সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমার জন্য সর্বোচ্চ উপহার ছিল। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ