বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা কৃষ্ণা মুরালি গ্রেফতার

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১ প্রদর্শন করেছেন

রাজনীতিবিদ ও তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পোসানি কৃষ্ণা মুরালি গ্রেফতার হয়েছে। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় নিজের আবাসন থেকে অন্ধ্রপ্রদেশ পুলিশ তাকে গ্রেফতার করেছে। খবর ইন্ডিয়া টুডের।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ওবুলাবারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে ১৯৬, ৩৫৩(২) এবং ১১১ ধারা, জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় একটি মামলা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

রাজনীতিবিদ কৃষ্ণা মুরালিকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করে একটি নোটিশ অভিনেতার স্ত্রীকে পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে— মুরালি যে অপরাধ করেছেন, তা আমলযোগ্য ও জামিন অযোগ্য। জুডিশিয়াল কাস্টডির জন্য তাকে রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে।

ইন্ডিয়া টুডের একটি ভিডিওতে দেখা গেছে, গ্রেফতারের আগে এ অভিনেতা নিজেকে অসুস্থ বলে দাবি করেন। পাশাপাশি তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান। কিন্তু পুলিশ তাকে সহযোগিতা করবে বলে বাড়ি থেকে বের করে হেফাজতে নিয়ে যায়।

জানা গেছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে কৃষ্ণা মুরালির বিরুদ্ধে মামলা করা হয়। যে ঘটনায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়েছিল।

উল্লেখ্য, ‘ক্র্যাক’, ‘টেম্পার’, ’জেমিনি’সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কৃষ্ণা মুরালি। মূলত কমেডি চরিত্রে অভিনয় করেই অধিক খ্যাতি অর্জন করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন কৃষ্ণা মুরালি। পাশাপাশি কয়েকটি সিনেমা পরিচালনাও করেছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ