বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

রাজধানীতে রমজানের উপহার সামগ্রী বিতরণ বিএনপির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০ প্রদর্শন করেছেন

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজধানীর ছিন্নমূল মানুষের হাতে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

রাতে বিএনপির পল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন অঞ্চলে চলে এই কার্যক্রম।

এ সময় ভাসমান ও নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেল, পেঁয়াজ, বেসন, মুড়িসহ অন্যান্য খাদ্যসামগ্রী। পবিত্র রমজানে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর এই আয়োজন চলমান থাকবে বলে জানান হাবিব উন নবী খান সোহেল। বিপন্ন এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান তিনি। এছাড়াও দলটির শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়ারও প্রার্থনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা পরিষদ সদস্য রাশেদ উল হক সরকারসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ