বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

কত টাকা বেতন পান সবচেয়ে ধনী বোর্ডের কোচ গম্ভীর?

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ০ প্রদর্শন করেছেন

ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বর্তমানে এই বোর্ডের অধীনে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গৌতম গম্ভীর। গত বছরের জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর ৮ মাস না যেতেই দলকে জিতিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যার হাত ধরে এই সফলতা পেল ভারত; সেই বোর্ডে চাকরি করে কত টাকা বেতন পান গম্ভীর?

রাহুল দ্রাবিড়ের পর গত বছরের ৯ জুলাই রোহিত-কোহলিদের দায়িত্ব নেন গম্ভীর। যদিও সে সময় জানা যায়নি কত টাকায় গম্ভীরের সঙ্গে চুক্তি সেরেছে বিসিসিআই। তবে ক্রিকেটপ্রেমীদের এ ব্যাপারে আগ্রহ ছিল শুরু থেকেই। লম্বা সময় পর সেই আগ্রহ দূর করার চেষ্টা করেছে ভারতের বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট অ্যাসেনড্যান্টস। গম্ভীরের বেতন ও অনন্য সুবিধা সম্পর্কে ধারণা দিয়েছে তারা।

ওয়েবসাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গম্ভীরের আনুমানিক বার্ষিক বেতন ১৪ কোটি রুপির বেশি, যা তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচদের একজন করে তুলেছে। এর আগে রাহুল দ্রাবিড় বছরে পেতেন ১২ কোটি রুপি। শুধু বেতনই নয় এর বাইরেও মোটা অংকের টাকা পান গম্ভীর।

বিদেশ সফরে দৈনিক ২১ হাজার রুপি ভাতা পান তিনি। এছাড়াও উড়োজাহাজে বিজনেস ক্লাসের টিকিট, বিলাসবহুল হোটেল থাকা, লন্ড্রি ব্যয় বহন করাসহ অন্যান্য লজিস্টিক সুবিধা গম্ভীর পেয়ে থাকেন বোর্ডের কাছ থেকে। এর বাইরে বৈশ্বিক আসরে শিরোপা জিতলে পারফরম্যান্স বোনাস তো আছেই। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এখন সেটাও পাবেন গম্ভীর।

একাধিক সূত্র অ্যাসেনড্যান্টসকে জানিয়েছে, গৌতম গম্ভীরের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তিপত্রে পারফরম্যান্সভিত্তিক বোনাসের বিষয়ও উল্লেখ আছে। বোনাসগুলো ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে দলের সাফল্যের সঙ্গে সম্পর্কযুক্ত। সে হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর খুব শিগগির বোনাসের পরিমাণ জানতে পারবেন গম্ভীরসহ দলের বাকিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ