রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন না মানায় দুই দিনে ২ হাজার ৪৮৫ মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গত বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে শুক্রবার (১৪ মার্চ) পর্যন্ত ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ৩১৬টি গাড়ি ডাম্পিং এবং ১২৪টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা দেওয়া হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন ডিএমপির এই উপ-কমিশনার।