রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করল বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ০ প্রদর্শন করেছেন

প্রথমবারের মতো দেশীয়ভাবে নির্মিত উন্নত প্রযুক্তির স্যাটেলাইট ‘আল-মুনথার’ সফলভাবে উৎক্ষেপণ করেছে বাহরাইন। স্থানীয় সময় শনিবার (১৫ মার্চ) স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

স্যাটেলাইটটি এই অঞ্চলের প্রথম উপগ্রহ, যেটিতে অনবোর্ড ইমেজ প্রক্রিয়াকরণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) একীভূত করা হয়েছে।

দেশটির জাতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম আল-আসিরি আরব নিউজকে বলেন, কক্ষপথে ‘আল-মুনথার’-এর সফল উৎক্ষেপণ দেশের মহাকাশ যাত্রায় একটি বড় মাইলফলক। এটি একটি অসাধারণ জাতীয় কৃতিত্ব। এটি সম্পূর্ণরূপে বাহরাইনিদের প্রতিভায় পরিকল্পিত এবং বিকশিত।

তিনি আরও বলেন, এই সাফল্য মহাকাশে বাহরাইনের ‘নেতৃত্ব’ প্রতিষ্ঠিত করার রাজকীয় দৃষ্টিভঙ্গির প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। জাতীয় উন্নয়ন, এটি বাহরাইনের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ২০৩০ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ।

স্যাটেলাইটটিতে পৃথিবী পর্যবেক্ষণ ক্যামেরা, সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং একটি অনন্য সম্প্রচার ফাংশন রয়েছে। এটি ৫৫০ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে কাজ করবে।

স্যাটেলাইট কমিউনিকেশন অপারেশনের প্রধান রিম আবদুল্লাহ সেনান বলেন, আল-মুনথার মিশনের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে একটি হলো- উপগ্রহ এবং এর পেলোড পরিচালনার জন্য বাহরাইনি-পরিচালিত নিজস্ব সফ্টওয়্যার সিস্টেমের উন্নয়ন। এটি কেবল মহাকাশ প্রযুক্তির জাতীয়করণকেই এগিয়ে নেওয়া না, বরং উপগ্রহ পরিচালনায় বাহরাইনের স্বায়ত্তশাসনকেও শক্তিশালী করে। সফ্টওয়্যারটি উপগ্রহকে তার নির্ধারিত কাজগুলো দক্ষতার সঙ্গে

সম্পাদন করতে সক্ষম করে তোলে, যার মধ্যে রয়েছে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং পৃথিবীতে প্রেরণ।

তিনি আরও বলেন, বাহরাইনে স্থাপিত গ্রাউন্ড স্টেশন আল-মুনথারের কার্যক্রম তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই স্টেশনটি আমাদের উচ্চ নির্ভুলতার সাথে উপগ্রহ পরিচালনা করতে, ভবিষ্যতের মহাকাশ অভিযানগুলোকে সফল করতে, এমনকি একই ফ্রিকোয়েন্সিতে পরিচালিত অন্যান্য বিনামূল্যের উপগ্রহ থেকে তথ্য গ্রহণ করতে সাহায্য করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ