শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

২০২৬ বিশ্বকাপ জিতলেই অবসরে চলে যাবেন আর্জেন্টাইন তারকা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৭ প্রদর্শন করেছেন

ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনা দলের ভেতর অন্যরকম এক বিশ্বাসের বীজ বপন করে দিয়ে গেল। আর এক বছর পরই ২০২৬ বিশ্বকাপ। সে বিশ্বকাপ জয়ের বিশ্বাসটা আরও একবার যোগাল এই ম্যাচ।

কেন? ভাবুন একবার, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ। সেখানে নেই লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজদের মতো তারকারা। সে ম্যাচটাও যখন ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে দিয়ে এল আর্জেন্টিনা, তখন তো বিশ্বাসটা রাখতেই হয়, বিশ্বকাপ শিরোপাটা ধরে রাখার রসদ আছে আলবিসেলেস্তেদের।

সেটা যদি লিওনেল মেসির দল করেই ফেলে ২০২৬ বিশ্বকাপে, তাহলে কী হবে? সে যাই হোক, এমিলিয়ানো মার্তিনেজ বলবেন, ‘যথেষ্ট হয়েছে বাছা, আর নয়’; অবসরে চলে যাবেন তিনি।

সম্প্রতি মার্তিনেজ নিজেই জানিয়েছেন এ কথা। একটি সাক্ষাৎকারে তিনি ২০২২ বিশ্বকাপের ওই ফাইনাল, ২০২৬ বিশ্বকাপ, নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন তিনি।

সেখানে উঠে এসেছে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার সম্ভাবনা নিয়ে তার ভাবনাটা। তিনি বলেছেন, ‘যদি আমরা টানা দুইবার বিশ্বকাপ জিতি, তাহলেই যথেষ্ট। আমি জাতীয় দল থেকে অবসর নেব। আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করে দিতে হবে।’

দুইবার বিশ্বকাপ জয়ীর অনুভূতি কেমন হতে পারে, সে বিষয়েও তিনি কথা বলেছেন। তবে সে যাই হোক, ২০২২ বিশ্বকাপের অনুভূতির মতো কিছুই হবে না, বিশ্বাস মার্তিনেজের, ‘তেমন (২০২২ বিশ্বকাপের অনুভূতি) কিছু আর কখনো হবে না। আমরা সবাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছি। আমি জন্মের পর থেকে এটা দেখিনি। এখন সাত বছরের একটা বাচ্চাও জানে সে কী অনুভব করেছে। আপনি খুশি হবেন, উদযাপনও করবেন, কিন্তু আগের মতো অনুভূতি আর আসবে না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ