বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

গাজার ব্যাপটিস্ট হাসপাতালটিও গুড়িয়ে দিল ইসরাইল, যা বলল হামাস

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

অবরুদ্ধ গাজায় টিকে থাকা আল-আহলি আরব নামের ব্যাপটিস্ট হাসপাতালটিও গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরাইল। রোববার দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হাসপাতালটি ধ্বংস করে দেওয়া হয়।

আরব নিউজ জানিয়েছে, রোববারের এই হামলার পর আল-আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা সেখানকার রোগীদের ভবন থেকে সরিয়ে নেন।

তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায় গাজার বেসামরিক জরুরি পরিষেবা।

এদিকে আল-আহলি হাসপাতালের ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা একে ‘আরেকটি যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে।

এদিব এক বিবৃতিতে হামাস জানায়, এই হামলায় হাসপাতালের একটি অংশ ধ্বংস হয়ে গেছে। এতে রোগীরা ও আহত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং স্থানচ্যুত হয়েছেন।

সংগঠন একে ইসরাইলি বাহিনীর ‘ফ্যাসিস্ট’ কর্মকাণ্ডের ধারাবাহিকতা বলে আখ্যায়িত করে বলেছে, ‘মার্কিন সমর্থনে’র কারণেই ইসরাইল ধারাবাহিক এই হামলা নির্বিঘ্নে চালাতে পারছে।

বিবৃতিতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতার কঠোর সমালোচনা করেছে হামাস। বলেছে, যুক্তরাষ্ট্রই এই হামলার জন্য পুরোপুরি দায়ী।

একই সঙ্গে হামাস আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব ও ইসলামি দেশগুলোকে ‘গাজায় গণহত্যা বন্ধে’ অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এছাড়াও আরব ও ইসলামি বিশ্বজুড়ে সাধারণ মানুষকে সংহতি জানানোর ও ইসরাইলের ওপর কঠোর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, হামাসকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, যুক্তরাজ্য ও আরও কয়েকটি দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তবে তুরস্ক, ইরানসহ আরও কিছু দেশ ও সংগঠন তাদেরকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হিসেবেই দেখে। সূত্র: আনাদোলু

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ