তুরস্কের সেনাবাহিনী শনিবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের দোহুক শহরে ড্রোন হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আরব সূত্রগুলো জানিয়েছে, তুর্কি ড্রোনগুলো মিজি গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে ব্যাপক হামলা চালিয়েছে। এতে অন্তত দু’জন আহত হয়েছে।
শনিবার ইরানী বার্তা সংস্থা মেহরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ও এর আশেপাশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
এছাড়া তাদের কার্যক্রম থামাতে তুরস্ক মাঝেমধ্যেই পিকেকে-র অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে।
জানা গেছে, উত্তর ইরাকে তুর্কি সেনাবাহিনীর ডজনেরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে। এছাড়া সিরিয়াতেও রয়েছে আরও বহু ঘাঁটি। এই ঘাঁটিগুলোই মূলত পিকেকের সন্ত্রাস মোকাবিলার অজুহাতে পরিচালিত হচ্ছে।