শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

৪৭২ ম্যাচের ক্যারিয়ারে এমন তিক্ত অভিজ্ঞতা হয়নি রশিদ খানের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫ প্রদর্শন করেছেন

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেকে হারিয়ে খুঁজছেন রশিদ খান। বোলিংয়ে আগের মতো ধার নেই। এর মধ্যে শুক্রবার (২ মে) সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে বল হাতে ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিনটাই কাটালেন গুজরাট টাইটান্সের এই স্পিনার।

এদিন ৩ ওভার বোলিং করে ৫০ রান খরচ করেছেন রশিদ, ছিলেন উইকেটশূন্য। এদিন নিজের প্রথম ওভারে দুই ছক্কায় দেন ১৫ রান। পরের ওভারে একটি করে ছক্কা ও চারে ১৪ রান। আর নিজের তৃতীয় ওভারে তিন ছক্কা হজম করে খরচ করেন ২১ রান।

পরিসংখ্যান বলছে, ৪৭২ ম্যাচের ক্যারিয়ারে এমন খরুচে বোলিং আর করেননি এই আফগান তারকা। এদিন ওভারপ্রতি রান ১৬.৬৬ খরচ করেছেন রশিদ। ম্যাচে অন্তত এক ওভার বোলিং করে ওভারপ্রতি এত বেশি রান দেওয়ার নজির তার ১০ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার আর নেই।

গত আইপিএলে গুজরাটের হয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে রান দিয়েছিলেন ২৫। ওভারপ্রতি রান ছিল ১৫। তার আগের সবচেয়ে খরুচে অভিজ্ঞতা ছিল সেটি।

গোটা টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক ম্যাচে রান দেওয়ার ফিফটির ঘটনা আগে স্রেফ সাতবার ছিল তার। প্রতিবারই পুরো চার ওভার বোলিং করেছেন। এবারই প্রথম তিন ওভারেই ফিফটি গুনলেন।

অন্তত তিন ওভার বোলিংয়ে তার আগের খরুচে বোলিং ছিল ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৪ রান দেওয়া।

রশিদের এমন দুঃস্বপ্নের দিনেও অবশ্য ঠিকই হায়দরাবাদের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে তার দল গুজরাট। আগে ব্যাট করে গিল-বাটলারের ফিফটিতে ৬ উইকেটে ২২৪ রান তোলেন রশিদরা। তবে ২২৫ রান তাড়া করতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করেও ৬ উইকেটে ১৮৬ রানের বেশি তুলতে পারেনি হায়দরাবাদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ