গত শনিবার, বাংলাদেশ এলডিপির সভাপতি শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন দলটি আবারও বড় ধরনের ভাঙনের মুখে পড়েছে। দলের প্রায় ৭০% নেতা-কর্মী গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন এলডিপির সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রনক।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এই দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং গণঅধিকার পরিষদের সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভাপতির পক্ষ থেকে তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়:
* আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা
* ঐকমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ প্রণয়ন
* দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
যোগদানকারী গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা হলেন:
সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রনক – সিনিয়র ভাইস চেয়ারম্যান
ড. আবু জাফর ছিদ্দিক – ভাইস চেয়ারম্যান
পুষ্টিবিদ ফরিদ আমিন – ভাইস চেয়ারম্যান
ক্যাপ্টেন মুহাম্মদ জাকারিয়া হোসেন – ভাইস চেয়ারম্যান
নিলা সেখ – যুগ্ম মহাসচিব
মোহাম্মদ ফয়সাল – যুবদলের সভাপতি ও যুগ্ম মহাসচিব
আব্দুল হাই নোমান – দপ্তর সম্পাদক
সৈয়দ মিজানুর রহমান পিন্টু – সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা
সৈয়দ ওমর ফারুক – সাংগঠনিক সম্পাদক
নূর হোসেন মাতব্বর – সাংগঠনিক সম্পাদক
মোহাম্মদ মহসিন মাহি – ওলামা দলের সভাপতি
শিউলি আক্তার – সহ মহিলা বিষয়ক সম্পাদিকা
শেখ শামীম হাসান – আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
হাবিবুর রহমান মজুমদার – আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
মোহাম্মদ হাফিজুল ইসলাম – শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র
অ্যাডভোকেট মনজুরুল আলম – আইন বিষয়ক সম্পাদক
সবুজ মোল্লা – সভাপতি, গাজীপুর মহানগর
নেওয়াজ মোরশেদ – সাধারণ সম্পাদক, বগুড়া জেলা
মোহাম্মদ রফিকুল ইসলাম – সদস্য
এছাড়াও আরও অসংখ্য নেতা-কর্মী গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন।
সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “মানবিক করিডরের নামে কোনো আপস গ্রহণযোগ্য নয়। ইসলামের ওপর আঘাত এনে যে নারী সংশোধনী আইন আনা হয়েছে, তা বাতিল করতে হবে।”
তিনি নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, “তাদের সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদ আগামী দিনে আরও শক্তিশালী হবে।”