রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি বন্দরের অভ্যন্তরে সব ধরণের কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

পবিত্র আশুরা উপলক্ষে রোববার (৬ জুলাই) সকাল থেকে বন্দরটির কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন।

তিনি বলেন, ‘পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম চালু হবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে। আমরা সব প্রকার পাসাপোর্ট যাত্রীদের পাসপোর্ট যাচাই করে যাতায়াতে সহযোগিতা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ