সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:১০ অপরাহ্ন

নারী ছাড়া কোনো আন্দোলন-বিপ্লব সফল হতে পারে না: সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, নাটোর ব্রিটিশ আমল থেকেই দেশের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। এখান থেকেই ব্রিটিশবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। নাটোরের রানী ভবানীর সংগ্রাম আমাদের মনে আছে। নারী ছাড়া কোনো আন্দোলন বিপ্লব সফল হতে পারে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নাটোরের মানুষের অবদান আমরা কখনো ভুলব না।

দেশ গড়তে এসসিপির জুলাই পদযাত্রার সপ্তম দিনে সোমবার দুপুরে বর্ণাঢ্য পদযাত্রা শেষে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সোমবার দুপুর ১টার দিকে রাজশাহী থেকে সড়ক পথে নাটোরে এসে পৌঁছান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।

 

জুলাই আন্দোলনের এসব নেতাদের নাটোর-রাজশাহী সীমান্ত এলাকা থেকে নাটোরের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে নাটোরে স্বাগত জানান। শহরের স্টেশনবাজার পর্যন্ত হেঁটে দীর্ঘপথ পাড়ি দিয়ে দুপুর আড়াইটার দিকে শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরের পথসভায় মিলিত হন।

 

জুলাই পথযাত্রার এ পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবীন, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় এনসিপির সদস্য আসিফ মোস্তফা জামাল, নাটোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ জার্জিস কাদির ও সিনিয়র যুগ্ম সমন্বয়কারী নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফ প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা শারওয়ার নিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

 

পথসভা শেষে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বিকালে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রার গাড়িবহর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ