বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

ইন্টারনেটের দাম ও গতি নিয়ে সুখবর দিলেন ফয়েজ আহমদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ইন্টারনেটের গতি বাড়াতে ও দাম কমাতে কাজ করছে সরকার। ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন নিয়েও কাজ চলছে। সেই সঙ্গে পরিবর্তন আসবে টেলিকম পলিসিতেও।

বুধবার (১৬ জুলাই) সকালে ‘বায়োটিক ইলেকট্রনিক্স এআই অ্যান্ড রোবোটিকস সামিটে’ তিনি এসব তথ্য জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, জাতীয় এআই পলিসি, ডেটা গভর্নেন্স অ্যাক্ট নিয়েও কাজ চলছে। টেলি কমিউনিকেশন ও আইসিটি আইনও যুগোপযোগী করা হচ্ছে। পেমেন্ট ইকোসিস্টেম নিয়েও কাজ করবে সরকার।

ন্যাশনাল এপিআই হাব তৈরি করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, ক্লাউড সক্ষমতা বৃদ্ধিতেও কাজ চলছে। এখন সরকারি অফিসে অনলাইনে আবেদন করে ডাউনলোড কপি নিয়ে যেতে হয়, এটা ডিজিটালাইজেশন নয়।

সিটি করপোরেশনের ফ্রন্ট ডেস্ককে সক্রিয় করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার এসব কাজ শুরু করছে। সেই সঙ্গে পরবর্তী সরকার এসব কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদী তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ