শুরুর ধাক্কা সামলে নিচ্ছিল বাংলাদেশ। ঠিক সে সময়ে ১১ বলে ৩ উইকেট খুইয়ে বসল স্বাগতিকরা। তাতে হঠাৎই বিপাকে পড়ে গেছে লিটন দাসের দল।
এই ধসের শুরুটা হয় লিটনকে দিয়ে। ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণে আসা সালমান মির্জাকে মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটে বলে হয়নি। শেষমেশ ক্যাচ দিয়ে ফিরেছেন ডিপ মিড উইকেটে থাকা হাসান নওয়াজের হাতে।
এরপর তাওহীদ হৃদয়ের পালা। মিড অফে বল ঠেলে দিয়ে একটা রান তুলে নিতে চেয়েছিলেন তিনি। তবে সেখান থেকে সালমান আলী আগার দারুণ এক থ্রোতে উইকেট খোয়ান তিনি।
সঙ্গীদের আসা যাওয়ার মিছিলে ওপেনার পারভেজ হোসেন ইমনও ভুল করে বসেন। অভিষিক্ত আহমাদ দানিয়ালের বলে তিনি ক্যাচ দেন মিড অনে। ১১ বলের এদিক ওদিকে বাংলাদেশ ৩ উইকেট খুইয়ে বসে।
এই চার উইকেট খুইয়ে বাংলাদেশ পাওয়ারপ্লেতে ধুঁকেছে। শুরুর ৬ ওভার শেষে দলটা তুলে নিতে পেরেছে মোটে ২৯ রান।